28/09/2017

প্রেমহীন অনূভতির একটি কবিতা "ডেমো প্রেম"



ডেমো প্রেম
আরিফুল ইসলাম।

তোমার কাছে কি একটু ভালোবাসা হবে?
আমি ধার নিতে চাই।
না হয় তুমি আবার ফেরৎ নিয়ো।
আসলে-
যে কথাগুলো আজও হয়নি বলা,
শুধু সে কথাগুলো বলতে চাই।
কারো হাতটি ধরে কক্ষনো হয়নি হাটা,
শুধু একটি বার-
তোমার হাতটি ধরে ওপথে হাটতে চাই
আর শুনতে চাই,.আমার প্রাণ ধরিয়া মারো টান-
আমি এয়ার ফোনের ডানে, আর তুমি বামে 
তাল লয় আর সুরে সুরে, ছন্দ তাল, আর দুলে দুলে।
দখিনা সমিরণ-
তোমার এলো চুলে আলতো ছোঁয়ায়
আমার নেত্রে আনবে জানালা
আর ঘ্রাণে মেশক-এ আম্বর
সে যেনো ডিভাইন এক পাগলাটে অনুভূতি-
না হয়, সে সময় তুমি সামনে হেটো
আর আমি ফিরবো উল্টো পথে
যে পথে তোমার ধারকৃত ভালোবাসার
স্মৃতি রবে- 

No comments:

Post a Comment