25/11/2018

টেমি || আরিফুল ইসলাম




আশার সোলতে 
সবাই পাকায় 
প্রদিপ জ্বালে 
কয়জন?

তবে আমি সূর্য,
মঙ্গল প্রদীপ কিংবা
হীরক রোশনী নই 
আমি সোলতে? 

জ্বলে সোলতে, 
কাঁদে টেমি 
তবুও টেমির মত
আলো বিলায় 
কয়জন?

তবে আমি বিদ্যুৎ, 
আমি ঝাঁড়বাতি কিংবা 
মোমবাতি নই 
আমি টেমি হ্যাঁ?
আমি টেমি

No comments:

Post a Comment