06/10/2017

প্রত্যাখত এক মানুষের মনোস্তাত্ত্বিক কবিতা: যদি হারো



যদি হারো 
আরিফুল ইসলাম 

আমি যাচ্ছি না তোমার 
এক কাপ চায়ের দাওয়াতে। 
কারণ-
তোমার মনের 
ছফেদ মাশরুমে 
হয়তো ছাতা ধরেছে-

তাইতো  
আমি যাচ্ছি না তোমার 
এক কাপ চায়ের দাওয়াতে। 

ও চোখের ঈশাণ কোণে 
সিঁদুরে বর্ণিল মেঘ,
হয়তো ঝড়- 
না হয় বৃষ্টির শংকা। 
কেন ও মধুর সোনালী জীবন 
শংকায় কাটবে? যদি পড়ো আমাতে-

তাইতো  
আমি যাচ্ছি না তোমার 
এক কাপ চায়ের দাওয়াতে। 

No comments:

Post a Comment