আচ্ছা-
ধরো তুমি আজ রাতে
সিলিং ফ্যানের সাথে ঝুলে গেলে।
এরপর কি হবে জানো?
জানোনা,
সকালে পুলিশ এসে তোমাকে নামাবে,
বাবা-মা আত্নীয় স্বজন
হাউমাউ করে কিছুক্ষন কান্নাকাটি করবে।
এরপর গোসল করিয়ে
তোমাকে কাফন পরাবে।
তারপর,
জানাজা শেষে তোমাকে কবর দেবে।
ব্যাস! এতটুকুই,
ল্যাঠা চুকে যাবে, তাই না?
এরপর এক এক করে
প্রিয়জনেরা বিদায় নিবে,
যাবার সময় তোমার বাবা-মা'কে বলবে।
ধৈর্য ধারণ করো,
ওর কপালে ওই ছিলো!
তবুও তোমার বাবা- মা কাঁদবে,
কাঁদতেই থাকবে।
শেষ তো। আবার কি?
ওহ তুমি ভাবছো,
যার জন্য মরলাম সে গেলো কই?
হা... হা... হা...
সে তোমার ক্যানভাসে নেই !
বিশ্বাস করো,
তুমি মারা যাওয়ার পর
পুলিশি ঝামেলায় জড়িয়ে যাবে বলে
সে তোমার মরা মুখও দেখতে আসবে না।
এরপর এক থেকে তিন সপ্তাহ
তারপর-
সে ঠিকই অন্য জনের সাথে...
মাঝখানে
তুমি শুধু থাকবেনা!
তাই জীবনে প্রেম করো আর যাই করো
তবে আত্মহত্যা নয়।
No comments:
Post a Comment