তুই, আমি আর ইন্টারনেট
এর মধ্যে কোনো তফাৎ নাই।
সবই টান-
গত শতাব্দীর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী
দুটি তত্ত্ব ছিলো-
আপেক্ষিক তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্ব।
কোয়ান্টাম তত্ত্ব বৃহৎ ও জগতের তুই
আর আপেক্ষিকতার তত্ত্ব
এ জগতের আমি।
আপেক্ষিকতার তত্ত্ব যেহেতু
চৌম্বক তত্ত্বের উপর নির্ভর
তাই তোর আর আমার মাঝে
ও টানটি রয়েছে।
এ জন্য হয়তো এ ধরা ফিরে পাবে
ঈশ্বরকণা।
No comments:
Post a Comment