বলতে পারিস এ মন কেন তোকেই শুধু মাগে ?
পরের জায়গা, পরের জমি
তবুও কেন
আমার আমার লাগে !
নিশপিশ চেনা চেনা
ভয় ভয় ইচ্ছে গুলো তোর চোখে হয় কেন নিখোঁজ
কেন তবে আনলিনা তুই
ভালোবাসার লাল গোলাপটা বসন্তরেই আগে !
কখনো যদি এমন হয়
ভালবাসার নিঃশ্বাসে জড়িয়ে থাকা তোর প্রেমেরী হাতছানি
সব শেষের শুরুতে শুধু তুই আর আমি
আরেকবার হারাবো আমি তোর বাগে।
ও দিন মুছে যাবে স্মৃতি
মিষ্টি হাসির প্লাবনে ভেসে যাবে হৃদয়টা পাবে তৃপ্তি
জানি সেদিন ভাসবে কি ও চোখে
জীবনের সপ্ত ডিঙা রাগে।
No comments:
Post a Comment