রাহী,
তোকে অনেক বেশী সন্দেহ করতাম।
প্রয়োজনের তুলনায় তোকে অনেক কষ্টে রাখতাম,
তোর উপর বেশ মানসিক অত্যাচার করতাম।
কেনো জানিস ?
প্রথম প্রহরে-
তুই নিজে অনেক কাঁদতিস।
দুই প্রহরে তুই নিজেই আবার ফোন দিতিস।
এর মধ্যে সব ভুলে-
তিন প্রহরে; বাবু, সরি ! এই দেখো আমি কান... এই দেখো
এই ! একটা ডুয়ো কল দাও না।
জানিস,
তোর অনেক কথা'র মধ্যে একটা কথা
আজও ধ্বনিত-প্রতিধ্বনিত হয় আমার শ্রবন্দ্রে।
"বাবু, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো
কিন্তু আমাকে ছেড়ে যেও না"।
কি মিনতী ! কি আকুতি !
মনে হতো আমি তোর
কলজে ছেড়া সাত রাজার ধন!
আর ওমনি, সুযোগে বুঝে
আমার মনের টানে ভাটা দিতাম।
ফোনের লাইন কেটে দিয়ে ওয়েট করতাম,
তিন বার কখন ফোন দিবি-
কখনও বা ইচ্ছা করে লাইন বিজি রাখতাম।
তুই হয়ত ভাবতিস,
আমি অন্য কোন মেয়েকে ভালোবাসি!
আজ আমাদের ভালোবাসার জন্মদিন
আমাদের সম্পর্কের ছয় বছর পেরিয়ে
সাত বছরে পা দিলো।
সেই সাত সাতটা বছর পরেও তোকে
আগের মত ভালোবাসি!
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
বলতে বলতে তুই এর মধ্যে রং পাল্টালি !
তোর বয়ফ্রেন্ড দিয়ে আমার উপর...
না থাক !
ওকে নিয়ে সুখে থাকিস।
জানিস,
আজও কারও সাথে কথা বলতে বলতে
মনের অজান্তে তোর পাপিষ্ঠ নামটা
উচ্চারিত হয়।
তারপর বে-খেয়ালি হাসি দিয়ে বলতে হয়
সরি সরি সরি ...
বুঝলিনা,
ওযে ছিলো তোর ভালোবাসার স্বাদটুকু
নিংড়িয়ে আস্বাদন করতে
সুযোগের অপেক্ষায় লুকিয়ে থাকা
নির্ভাগা মোহময়
ভালোবাসা!
No comments:
Post a Comment