পৃথিবীর কোন মানুষই কি
পারফেক্ট হয় বলো?
যার চেহারা যত সুন্দর,
তার মানসিকতা কি তত হয় ভালো?
যে শান্ত-শিষ্ট-নম্র-ভদ্র স্বভাবের
দেখো সে হয়তো স্বার্থপর।
আর যে নিঃস্বার্থ-
সে হয়তো কেয়ারিং করবে না তোমার।
তোমার মনটা যার জন্য বাঁঝা
সে কি ত্যাগী স্বভাবের ?
না কি তুমি এ জীবনে
বসে থাকা এক ভীমরতি বেটার পানের !
জীবনে শুধু একটু ছাড় দাও
তা না হলে পিছে ফিরে দেখবে তুমি,
তাকেই হারিয়ে ফেলেছো
যে ছিলো তোমার পূর্ণতার বেটার ভূমি।
No comments:
Post a Comment